মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর মৌলিক পার্থক্য
মূল্য সংযোজন কর প্রশাসন বর্তমানে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার কাজ সম্পন্ন হলে জাতীয় রাজস্ব র্বোড একটি সর্ম্পূণ সেবার্ধমী প্রতষ্ঠিানে পরিণত হবে। ভ্যাট অনলাইন প্রকল্পের মাধ্যমে অনলালাইন সেবাসমূহ চালু করছে। ইতিমধ্যে অনেকগুলো সেবা চালু হয়েছে। অদূর ভবিষ্যতে অন্যান্য সেবাসমূহ চালু হবে।
মূল্য সংযোজন কর মূলত প্রযোজ্য হয় ২টি পর্যায়ে। প্রথমত আমদানি পর্যায়ে এবং দ্বিতীয়ত সরবরাহ পর্যায়ে। দু’টি পর্যায়ের কর আদায় পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এ কোর্সটি পড়লে আপনি আমদানি পর্যায়ে মূল্য সংযোজন করের প্রযোজ্যতা, শুল্ক-কর হিসাব পদ্ধতিসহ বিবিধ বিষয়ে স্বচ্ছ ধারণা পাবেন।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ২টি মাত্র কর হার প্রযোজ্য, যথা: ১৫% এবং ০%। রপ্তানির ক্ষেত্রে ০% কর প্রযোজ্য। তবে ০% কর সুবিধা প্রাপ্তির জন্য করদাতাকে সুনির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে উপকরণ ক্রয়, পণ্য উৎপাদন ও সরবরাহ ও রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ২টি মাত্র কর হার প্রযোজ্য, যথা: ১৫% এবং ০%। রপ্তানির ক্ষেত্রে ০% কর প্রযোজ্য। তবে রপ্তানি ব্যতীত কতিপায় সরবরাহের ক্ষেত্রে ০% কর সুবিধা প্রাপ্তির সুযোগ রয়েছে। এ জন্য করদাতাকে সুনির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে উপকরণ ক্রয়, পণ্য
অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা অনন্য সাধারণ। এ খাতে সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় আবার জিডিপিতে এখাতের সামগ্রিক অবদান সবচেয়ে বেশি। এসএমই খাতই অর্থনীতির চালিকা শক্তি। ফলে এ খাতকে উৎসাহিত করার জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এ বিশেষ সুবিধা রাখা হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন নীট কর হিসাব মূলত ব্যবসায়ের সামগ্রিক হিসাব ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করতে হয়। নীট কর হিসাবের ৪টি মাত্র উপাদান, যথা:
এ কোর্সটি গ্রহণ করলে আপনি নীট কর হিসাবের বর্ণিত উপাদানগুলো সম্পর্কে যেমন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন নিবন্ধিত হলেই দাখিলপত্র পেশ করতে হবে। এমনকি কোনো নিবন্ধিত করদাতা কোনো করমেয়াদে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করলেও তাকে দাখিলপত্র পেশ করতে হবে। এ কোর্সটি পড়লে আপনি নিম্নবর্ণিত বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেনা:
মূল্য সংযোজন কর ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো চালান। এ করকে চালানভিত্তিক করও বলা হয়। অন্যান্য বিক্রয় কর হতে মূসক ব্যবস্থার প্রধান পার্থক্য হলো এর চালান ব্যবস্থা এবং চালানের ভিত্তিতে পরিচালিত রেয়াত পদ্ধতি। তাই মসক ব্যবস্থায় চালানের গুরুত্ব অপরিশীম। এ কোর্সটি পড়লে আপনি জানতে পারবেন
মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর অধীন করদাতার জন্য সবচেয়ে কষ্টকর কাজ ছিল একই ব্যবসায়ের অধীন এক ইউনিট হতে অন্য ইউনিটে পণ্য স্থানান্তর। বিক্রি না হওয়া সত্ত্বেওে কর পরিশোধ করে পণ্য স্থানান্তর করতে হতো। ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য স্থানান্তর কোনো সরবরাহ না হলেও ভ্যাটের ক্ষেত্রে তা
করদাতা তার ব্যবসায় পরিচালনার জন্য উপকরণ ক্রয়, তার মজুদ ব্যবস্থাপনা করেন। একইভাবে পণ্য উৎপাদান করলে ক্রয়কৃত উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন ও তার মজুদ ব্যবস্তাপনা করেন। যারা ট্রেডিং করেন তারাও পণ্য ক্রয় করে তা বিক্রি করেন। তাদের সবাইকে কোনো কোনো পর্যায়ের মজুদ সংরক্ষণ করতে হয়
করদাতা মূসক চালান দিয়ে উপকরণ ক্রয় করেন এবং পণ্য বা সেবা সরবরাহ করে থাকেন। তবে সকল ক্রয় বা বিক্রয় স্থায়ী হয় না। ক্রয়ের পর তাৎক্ষণিকভাবে রেয়াত নেয়া হয়। অনেক সময় রেয়াত গ্রহণের পর ক্রয়কৃত উপকরণ ফেরত প্রদান করা হয়। সে ক্ষেত্রে রেয়াত বাতিল করতে হয়।
কে ভ্যাট দেন? ব্যবসায়ী না ভোক্তা?
ব্যবাসয়ীকে করদাতা বলা হলে ভোক্তার অবস্থান কি? আর ভ্যাট ব্যবস্থায় ভোক্তার কি কোন দায়িত্ব আছে?
আমাদের মনে সবসময় এ ধরণের প্রশ্ন ঘোরপাক খেতে থাকে। কোর্সটি পডুন। এমন অনেক প্রশ্নের জবাব পাবেন এখানে।
১৯৯১ সনের ভ্যাট আইনের অধীন মূসক ব্যবস্থা এবং ২০১২ সনের আইনের অধীন মূসক ব্যবস্থার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। একটি ব্যবস্থা হতে অন্য ব্যবস্থায় উত্তরণের সময় অনেক কাজ নতুন করে করতে হয়। অনেক কাজ আবার নতুন পদ্ধতিতে করতে হয়। এ উত্তরণে বেশ সময় লাগে। তবে ব্যবসায়
বাংলাদেশ মূসক ব্যবস্থায় উৎসে কর্তন একটি ইউনিক বৈশিষ্ট। প্রতিপালন বৃদ্ধিসহ রাজস্ব আদায়ে এ পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন উৎসে কর কর্তব ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ১৯৯১ সনের আইনের আওতার উৎসে কর্তন পদ্ধতি
সকল করমেয়াদেই করদাতার নীট কর ধনাত্মক হবে তার কোনো নিশ্চয়তা নেই। রেয়াত ও শূন্যহারের সরবরাহের কারণে কখনো কখনো নীট কর ঋণাত্মক হতেই পারে। সে ক্ষেত্রে করদাতা নির্ধারতি পদ্ধতি অনুসরণ করে প্রথমে ঋণাত্মক নীট কর পরবর্তী মাসের প্রদেয় এর সাথে সমন্বয় করে ফেরত গ্রহণের জন্য ঋণাত্মক
Terms of Condition | Privacy Policy
2024 © NBR eLearning. ALL Rights Reserved.
Design, System and Course Developed by : Dhrupadi Techno Consortium Ltd. (DTCL)