মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর অধীন করদাতার জন্য সবচেয়ে কষ্টকর কাজ ছিল একই ব্যবসায়ের অধীন এক ইউনিট হতে অন্য ইউনিটে পণ্য স্থানান্তর। বিক্রি না হওয়া সত্ত্বেওে কর পরিশোধ করে পণ্য স্থানান্তর করতে হতো। ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য স্থানান্তর কোনো সরবরাহ না হলেও ভ্যাটের ক্ষেত্রে তা সরবরাহ হিসেবে বিবেচনা করায় ব্যবসায়ের প্রকৃত হিসাবের সাথে ভ্যাটের হিসাব কখনই মিলত না। নতুন আইনের আওতায় সে সমস্যার চমৎকার সমাধান রয়েছে। ব্যবসায়ের প্রকৃত সরবরাহের সময় ভ্যাট প্রযোজ্য হবে। একই ব্যবসায়ের এক ইউনিট হতে অন্য ইউনিটে পণ্য স্থানান্তরের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হবে না। এ কোর্সটি পড়লে আপনি পণ্য স্থানান্তর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
Terms of Condition | Privacy Policy
2024 © NBR eLearning. ALL Rights Reserved.
Design, System and Course Developed by : Dhrupadi Techno Consortium Ltd. (DTCL)