মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ২টি মাত্র কর হার প্রযোজ্য, যথা: ১৫% এবং ০%। রপ্তানির ক্ষেত্রে ০% কর প্রযোজ্য। তবে ০% কর সুবিধা প্রাপ্তির জন্য করদাতাকে সুনির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে উপকরণ ক্রয়, পণ্য উৎপাদন ও সরবরাহ ও রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শূন্যহার প্রাপ্তির পদ্ধতি যথাযথ না হলে ১৫% মূসক প্রযোজ্য হবে। ফলে রপ্তানিকারকের জন্য মূসক ব্যবস্থা সম্পর্কে জানা বেশি প্রয়োজন। এ কোর্সটি পড়লে আপনি রপ্তানিতে শূন্যহার নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।
Terms of Condition | Privacy Policy
2024 © NBR eLearning. ALL Rights Reserved.
Design, System and Course Developed by : Dhrupadi Techno Consortium Ltd. (DTCL)