করদাতা মূসক চালান দিয়ে উপকরণ ক্রয় করেন এবং পণ্য বা সেবা সরবরাহ করে থাকেন। তবে সকল ক্রয় বা বিক্রয় স্থায়ী হয় না। ক্রয়ের পর তাৎক্ষণিকভাবে রেয়াত নেয়া হয়। অনেক সময় রেয়াত গ্রহণের পর ক্রয়কৃত উপকরণ ফেরত প্রদান করা হয়। সে ক্ষেত্রে রেয়াত বাতিল করতে হয়। আবার বিক্রির পরও পণ্য ফেরত আসে। তখন প্রদেয় করে সংশোধনী আনতে হয়। ব্যবসায়ের ক্ষেত্রে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যার কারণে রেয়াত বা প্রদেয় কর-এ হ্রাস-বৃদ্ধি করতে হয়। হিসাবরক্ষণের মূলনীতি অনুযায়ী ক্রয় বা বিক্রয় চালান সংশোধন করা যায় না। রেয়াত বা প্রদেয় করের হ্রাস-বৃদ্ধি ডেবিট নোট এবং ক্রেডিট নোট দিয়ে করতে হয়। ফলে সঠিক নীট কর নির্ধারণে ডেবিট নোট ও ক্রেডিট নোটের গুরুত্ব চালানের সমান। এ কোর্সটি পড়লে আপনি ডেবিট নোট ও ক্রেডিট নোট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Terms of Condition | Privacy Policy
2025 © NBR eLearning. ALL Rights Reserved.
Design, System and Course Developed by : Dhrupadi Techno Consortium Ltd. (DTCL)